সর্বশেষ নোটিশ :
“লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ” এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যাত্রা শুরু করেছিল ১৯৫৮ তে। অত্র অঞ্চলের তৎকালীন শিক্ষানুরাগী ও ত্যাগী মানুষের শ্রমের ফসল এ বিদ্যালয়- শুধু নারী শিক্ষা প্রসারের জন্য নয়, বরং এ অঞ্চলের সার্বিক শিক্ষা বিস্তারই ছিল প্রধান উদ্দেশ্য। কারণ এই লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অভ্যন্তরেই কার্যক্রম শুরু হয় লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় এবং লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়ের- উক্ত প্রতিষ্ঠান দু’টির জন্ম ও লালনে সহায়তা দিয়েছে এই লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ । এ প্রসঙ্গে বলতে হয় তৎকালীন জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ ও দুরদৃষ্ট শিক্ষা উদ্যোক্তাগণ এতদ অঞ্চলের মানুষকে তাঁদের অসামান্য অবদানে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে রেখেছেন।